ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৪৮ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ২০:২৩

পানিতে ডুবে মরা থেকে রক্ষা পেতে মানুষের সচেতনতা সৃষ্টি ও তরুণদের ক্রীড়া অ্যাডভেঞ্চারে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ২১ মার্চ বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেবে ৪০ নারী-পুরুষ সাঁতারু।

১৪তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০১৯ উপলক্ষে শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক হাবিবুল্লাহ মিলনায়তনে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বঙ্গোপসাগরের ভেতরে টেকনাফ ফিশারিজ ঘাট থেকে সেন্টমার্টিন আইল্যান্ডের ফেরিঘাট পর্যন্ত ১৬.১ কিলোমিটার পথের নাম ‘বাংলা চ্যানেল’।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহায়তায় এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ‘ফরচুন’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাঁতারের সময় উদ্ধার অভিযান পরিচালনা করবে বাংলাদেশ কোস্ট গার্ড। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এই আয়োজনের অংশীদার। ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড ও অফরোড বাংলাদেশ এই আয়োজনের স্পন্সর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফজলুল কাদের, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জেনারেল ম্যানেজার ইমাম আহমেদ, মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, ১৩ বার বাংলা চ্যানেল জয়ী লিপটন সরকারসহ বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারুরা।

আয়োজকরা জানান, স্পোর্টস অ্যাডভেঞ্চারকে প্রোমোট করে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পাশাপাশি বাংলা চ্যানেলকে আন্তর্জাতিকভাবে পরিচয় করার লক্ষ্যে গত ১৩ বছর ধরে এই আয়োজন চলে আসছে।

২০০৬ সালের ১৪ জানুয়ারি শাহপরীর দ্বীপ-সেন্টমার্টিন রুটে বাংলা চ্যানেল সুইমিংয়ের যাত্রা শুরু হয়। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রয়াত কাজী হামিদুল হক। তিনি একজন বিখ্যাত আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার। নানা অ্যাডভেঞ্চারের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/৯মার্চ/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :