ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে মামলা নেওয়ার আদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১৯:৩৫
অ- অ+

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুরে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে তিনটি মামলা নথিভুক্ত করার জন্য পুলিশকে আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঠাকুরগাঁও হরিপুর অঞ্চলের বিচারিক হাকিম আদালত এ আদেশ দেয় বলে জানিয়েছেন আইনজীবী নূরুল ইসলাম।

বাদীপক্ষের এ আইনজীবী জানান, বিচারক ফারহানা খান বিজিবির বিরুদ্ধে দাখিল করা পৃথক তিনটি অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য হরিপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

নূরুল বলেন, ‘অভিযোগ আমলে নিয়ে মামলা নথিভুক্ত করার পাশাপাশি দ্রুত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়ে ১১ এপ্রিল পরবর্তী শুনানির দিনও ঠিক করে দিয়েছে আদালত।

গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষের মধ্যে বিজিবির গুলিতে তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। গত ২৪ ফেব্রুয়ারি নিহত তিনজনের পরিবার বিজিবির বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগ দেয়।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ‘আদালতের আদেশের কাগজপত্র হাতে পেলে নথিভুক্ত করার পর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

ঢাকাটাইমস/১২মার্চ/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা