হাতীবান্ধায় আ.লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

লালমনিরহাট প্রতিবেদক
  প্রকাশিত : ২৬ মার্চ ২০১৯, ০৯:২০
অ- অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস ও মাসিক সভা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অভিযোগ, ওই সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ তাদের কর্মীদের ডাকা হয়নি।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দলীয় অফিসে উপস্থিত হয়ে আলোচনা শুরুর পরই স্বতন্ত্র প্রার্থীসহ তাদের কর্মীরা বাক বিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । পরে পুলিশি নিরাপত্তায় সংসদ সদস্য মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করেন।

এ ঘটনায় উপজেলা শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, বর্তমানে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ কার্যালয়সহ শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা