আত্রাইয়ে মাইক্রোচালকের লাশ উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ১৮:০৪
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে ডোবা থেকে বকুল নামে এক মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার বকুল উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের আকবর আলী মণ্ডলের ছেলে।

মৃত বকুলের বাবা বলেন, ‘বকুল দীর্ঘদিন ধরে ঢাকাতে মাইক্রো চালাত। গত দুই দিন যাবৎ তার পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পায়। তার সাথে কোন যোগাযোগ করতে পারে না। শুক্রবার বিকালে থানা থেকে ফোন দিয়ে বকুলের মৃত্যুর বিষয়টি জানায় পুলিশ।’

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে বিকাল ৩টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় ব্রিজের নিচে ডোবা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির মুখমণ্ডল ও মাথার পেছনে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- ছুরি দিয়ে তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা