‘মনে হয়েছিল কবরের নিচে চলে গেছি’

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ১২:২১
অ- অ+

বলিউডে জায়গা করতে বেশ সচেষ্ট মরক্কান বংশোদ্ভূত বেলে ড্যান্সার, মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ‘দিলবার দিলবার’ গানের নতুন সংস্করণে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এই অভিনেত্রী জানিয়েছেন, প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদের পর তার মনে হয়েছিল যেন তিনি কবরের নিচে চলে গেছেন।

অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন হওয়ার পরের কথা জানিয়ে নোরা বলেন, জীবনের লক্ষ্য আর দেখতে পাচ্ছিলেন না তিনি এবং ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বেশ খানিকটা সময় লেগেছিল।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে নোরা বলেন, ‘আমি চাই লোকে যেন না ভাবে যে আপনি যখন ডিপ্রেশনে রয়েছেন, তখন তার কোনো শক্তি নেই। তখনও সে যথেষ্ট শক্তিশালী। আমি দুই মাসে সেই জায়গায় ফিরে এসেছি।’

পূর্বের কথা স্মরণ করে নোরা বলেন, ‘‘ভারত’ সিনেমার জন্য অডিশনের ডাক পেয়েছিলাম। আমার মনে আছে, অডিশনের পর একটি বেঞ্চে বসে আমি কাঁদছিলাম। ভাবছিলাম কোথায় আমার খিদে আমার লক্ষ্য?’’

ওই শোয়ের এক প্রশ্নে নোরা মজার ছলে বলেন, ভিকি কৌশলের সঙ্গে হুক আপে ও সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করতে চান। সালমান খানের 'ভারত' এবং স্ট্রিট ড্যান্সার-থ্রিডি তে দেখা যাবে তাকে।

ঢাকা টাইমস/১৩এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা