টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে ‘গণধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:৪৪| আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২০:০৭
অ- অ+

টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে টাঙ্গাইল ডিসি লেকে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

‘ধর্ষিতা’ ওই নারীর স্বামীর বাড়ি সখীপুর উপজেলায় এবং বাবার বাড়ি কালিহাতী উপজেলায়।

‘ধর্ষিতা’ জানান, ‘গত রাতে তার স্বামীকে নিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় গেলে কয়েকজন যুবক তাদের ধরে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তারা ধর্ষণ করে। তার স্বামী ছুটে গিয়ে ডিসি লেকের অদূরে সদর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।’

টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, ‘রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়েছে।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ন চন্দ্র সাহা বলেন, ‘ভিকটিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ধর্ষণের আলামত পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা