ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চারজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৯, ১১:৫৮| আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৩:৪৮
অ- অ+

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের সদর উপজেলায় আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী, আব্দুল কুদ্দুস এবং একই উপজেলার রাইজান গ্রামের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন।

দুর্ঘটনার পর পুলিশ লাশ চারটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলালপুর এলাকায় প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটা ট্রাক দুই অটোরিকশার ওপর তুলে দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। দুর্ঘটনায় আরও চারজন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ কোতয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্যও একই হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২০এপ্রিল/এমডি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা