লালমনিরহাটে মাদক কারবারি গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিবেদক, লালমনিরহাট
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:১৮
অ- অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আট মাদক মামলার আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবগত রাত ১১টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের স্বর্নামতি সেতুর পশ্চিমপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রীরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি আলমগীর হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে তাকে নিয়ে অভিযান চালাতে গেলে পথে স্বর্নামতি সেতু এলাকায় তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে আলমগীরের পায়ে গুলি লাগে। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনের নামে আটটি মাদকের মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা চালানোর দায়ে আরও একটি মামলা করা হয়েছে।’

ঢাকাটাইমস/২৫এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা