‘ভ্যাট বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিরোধ মিটে গেছে’

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:১৩ | প্রকাশিত : ১৪ মে ২০১৯, ১৮:১২

১ জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে যে মতবিরোধ ছিল তা মিটে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসআই সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে এফবিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। পরে তিনি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন নিয়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা করছে না বলে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কোন পণ্যে কত শতাংশ ভ্যাট বসবে তা নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে গত কয়েক দিন ধরে বলে আসছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বিষয়টি সুরাহা করতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠিও দেওয়া হয় ব্যবসায়ীদের তরফ থেকে। এমন বাস্তবতায় আজ এই বৈঠক হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘যেভাবে গণমাধ্যমে আসছে, বিষয়টা সেরকম না। ফেডারেশনের সঙ্গে আমরা বসেছি, কথা বলছি, বুঝতে পারলাম মিস আন্ডারস্ট্যান্ডি কোথাও একটা হয়ে গেছে। আমরা লেখালেখি করছি, উনারাও লেখালেখি করছে। যাইহোক আমরা যেটা করেছি, সেটা হলো আমরা যেখানে যেভাবে শুরু করেছিলাম, সেভাবেই করব। উনারা আশ্বস্ত করেছেন, উনাদের কোনো আপত্তি নেই।’

মন্ত্রী বলেন, ‘উনাদের একটি কথা ছিল, আমরা চূড়ান্ত করার পর উনাদের একটা সুযোগ দেব দেখাবার জন্য। কিন্তু ভ্যাট আইনটি এমন একটি আইন, যেটি বাজেটে পাস না করা পর্যন্ত, আমরা যা করলাম এটা নিয়ে আলোচনা করা যায় না। টেকনিক্যালি ডিফিক্যাল্টির কারণে আমরা সেটা করতে পারিনি।’

এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, ‘মন্ত্রী আমাদের যে আশ্বাস দিয়েছেন, আমরা সেটার ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। আমাদের কোনো অবস্থাতেই যিনি ট্যাক্স দিচ্ছেন, উনি ব্যথা পাবেন না, কিন্তু ট্যাক্স দেবেন। আমরা সিস্টেমটাই ওভাবে ডেভেলপ করছি। আমাদের আস্থার জায়গাটা, উনি বলেছেন, কোনো জায়গায় ট্যাক্স বাড়বে না। বরং কিছু কিছু ক্ষেত্রে কমবে। সুতরাং এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু নেট (এলাকা) উনি বাড়াবেন। এটার জন্য যা যা করণীয় তা বাস্তবায়নে সহযোগিতা করবে।’

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই নেতা বলেন, ‘নির্ধারিত কোনো সেক্টরে বা কোনো পণ্যে কোনো অসুবিধা হয়, সেটি ডেফিনেটলি (নিশ্চয়) উনারা বিবেচনায় নেবেন। ওটার ওপর আমরা যথেষ্ট আস্থা রেখেছি।’

(ঢাকাটাইমস/১৪মে/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

নিজ নেতৃত্বগুণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য নেতা: ড. মশিউর রহমান

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন 

এবার মিরপুরে ৫৯৫ টাকায় গরুর মাংস

আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি বিষয়ে চুক্তি

এনসিসি ব্যাংক পিএলসি. এবং একপে এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি 

নগদ লেনদেনে এবার জমি জেতার সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

বিপণন কর্মকর্তাদের নিয়ে হামদর্দের জুম মিটিং অনুষ্ঠিত

জাতীয় শিশু দিবসে কমিউনিটি ব্যাংকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :