ভিয়েনায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ইফতার মাহফিল

হাসান তামিম, অস্ট্রিয়া
  প্রকাশিত : ২০ মে ২০১৯, ২২:১৮
অ- অ+

ভিয়েনাস্থ মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী ভিয়েনার বায়াতুল মোকারম জামে মসজিদে এই ইফতার মাহফিল হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শেখ শহীদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ সভাপতি মাসুদ হোসেন, সহকারী সাধারণ সম্পাদক শাহীন হোসেন, কোষাধ্যক্ষ নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার, সাংস্কৃতিক সম্পাদক মাসুম চৌধুরী, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসাইন, সদস্য মনির হোসেন, মুরাদ কোরাইশি আশিক এবং মিজানুর শ্যামল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

ইফতার মাহফিলের শুরুতে বায়তুল মোকারম মসজিদের পেশ ইমাম ও খতিব ফারুক আল মাদানী রমজান মাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে ভিয়েনাস্থ সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, প্রতি বছর রমজানে আমরা ইফতাররের আয়োজন করে থাকি যেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করে থাকেন।

সমিতির সভাপতি শেখ শহীদ ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ইফতার মাহফিলে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান।

ঢাকাটাইমস/২০মে/এলএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা