প্রাথমিক ফলাফল

ভূমিধস জয়ে ফের ক্ষমতায় বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:২৮ | প্রকাশিত : ২৩ মে ২০১৯, ১১:২৪

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করছে দেশটির নির্বাচন কমিশন। এর মাধ্যমে আগামী পাঁচ বছর কারা ভারতের ক্ষমতায় থাকবে তা নির্ধারিত হবে। ৫৪২ আসনের মধ্যে প্রাথমিক ফলাফরে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে নির্বাচন হয়েছে এবার। সরকার গঠন করার জন্য কোনো দল বা জোটকে ২৭২টি আসন পেতে হবে। প্রাথমিক ফলাফল অনুসারে এনডিটিভি জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপি জোট এনডিএ পেয়েছে ৩২৪টি আসন, কংগ্রেস জোট ইউপিএ পেয়েছে ১০৫টি আসন, অন্যান্যরা পেয়েছে ১১৩টি আসন। তবে এটি প্রাথমিক ফলাফল। চূড়ান্ত ফলাফলে এটি সামান্য কমবেশি হতে পারে।

পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস (২২টি)। দুই নম্বরে থাকা বিজেপি ১৬টি এবং রাহুল গান্ধীর কংগ্রেসের ২টি আসনে এগিয়ে আছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদির জয়ের চিত্র।

গত ১১ এপ্রিল থেকে ১৯মে পর্যন্ত মোট সাত ধাপে এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন প্রায় ৯০ কোটি ভোটার। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।

তবে এই ফলাফল প্রাথমিক। প্রথম গণনার পর প্রতি লোকসভা কেন্দ্রে অন্তত ৩৫টি বুথের ভিভিপ্যাট গণনা করা হবে। এই সংখ্যাটা কোথাও বাড়তে বা কমতে পারে। যে বুথের ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেবে, সেখানেই ভিভিপ্যাট গণনা করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। একটি ভিভিপ্যাট গণনা করতে দেড় থেকে দু’ঘণ্টা সময় লাগবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের যে হলে গণনা চলবে, তার একটি নির্দিষ্ট টেবিলেই ভিভিপ্যাট গণনা করা হবে। তাই কমিশনের কর্তাদের অনুমান, আট থেকে দশ ঘণ্টা সময় লেগে যাবে প্রতিটি লোকসভা কেন্দ্রের ভিভিপ্যাট গণনা শেষ করতে। এর ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে রাত গড়াবে। কোথাও ভোরও হয়ে যেতে পারে।

ঢাকা টাইমস/২৩মে/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

এই বিভাগের সব খবর

শিরোনাম :