লালপুরে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৯:০৫
অ- অ+

নাটোরের লালপুরে দিন দুপুরে দুর্বৃত্তদের গুলিতে অলোক বাগচী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর পৌর সভার বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত অলোক বাগচী গোপালপুর পৌর সভার ঠাঁকুরবাড়ি এলাকার মৃত সুনিল বাগচীর ছেলে। পেশায় তিনি একজন সিএনজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অলোক বাগচীকে দুপুরের দিকে মোবাইলে কে বা কারা ডেকে নেন। এ ডাকে সাড়া দিয়ে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে আড়াই টার দিকে গোপালপুর পৌর সভার তোফাকাট মোড় থেকে এক কিলোমিটার দূরে বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসাপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

ঢাকাটাইমস/১২জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরসরাইয়ের নিষিদ্ধ ট্রেইল মেলখুমে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা