নেত্রকোণায় প্রতিবন্ধীকে ধর্ষণ, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ২২:৪০
অ- অ+

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় প্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। জড়িত সন্দেহে আল আমীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আল আমীন উপজেলার বাউশি ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মোহাম্মদ শফিউল আলম ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঙ্গলবার মধ্যরাতে নিজের বাড়ি থেকে আল আমীনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

ওসি জানান, সোমরার সকালে উপজেলার বাউশি ইউনিয়নের শেখেরপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনার পর থানায় ধর্ষণ মামলা করেন, তরুণীটির বাবা। নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রতিবন্ধী এই তরুণীর ডাক্তারি পরীক্ষার করা হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি জানান, অন্যদিনের মতো মেয়েকে বাড়িতে রেখে সোমবার সকালেও অন্যের বাড়িতে কাজ করতে যান বাবা ও মা। এই সুযোগে আলামীন ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে আলামীন পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা মেয়েটির মা-বাবাকে খবর দেন। পরে মেয়েটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।

গ্রেপ্তার আল আমীনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দের জন্যে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ির ক্ষেত থেকে লাশ উদ্ধার যুবদল নেতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা