নারায়ণগঞ্জে তিন চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ২১:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম, ইকবাল হোসেন এবং রকিব।

বুধবার সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় তাদের গেস্খপ্তার করা হয়। এ সময় চাঁদাবাজদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১ একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁদাবাজি করার সময় তিনজনকে গ্রেপ্তার করে। স্থানীয় ব্যবসায়ী ও গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেটের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোনো ব্যবসায়ী বা দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি দিতেন তারা।

ঢাকাটাইমস/২৬জুন/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা