ছোট ভাইয়ের পরকীয়ার অভিযোগে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ৩০ জুন ২০১৯, ১৩:০০| আপডেট : ৩০ জুন ২০১৯, ১৫:১৩
অ- অ+

লক্ষ্মীপুরের কমলনগরে ছোট ভাইয়ের পরকীয়ার অভিযোগে বড় ভাই জয়নাল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই বাড়ির নবীর হোসেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের।

রবিবার ভোররাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নবীর হেসেনকে আটক করেছে পুলিশ।

নিহত জয়নাল হোসেন কমলনগর উপজেলার চরবসু গ্রামের বসির আহমেদের ছেলে। অভিযুক্ত নবীর হেসেন একই এলাকার ওলি উল্যাহর ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই জয়নালের ছোট ভাই গনি পাশের বাড়ির নবীর হোসেনের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক চালিয়ে আসছেন। সে সুবাদে গনি ভোররাতে নবীর ঘরে ঢোকেন। বিষয়টি নবী হোসেন টের পেয়ে ডাকাত বলে চিৎকার করেন। এতে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান গনি। পরে গনির বড় ভাই জয়নাল ছুটে এলে নবী হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে জয়নাল আবেদিন মাথায় আঘাত করেন নবী হোসেনকে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত নবীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা