মির্জাপুরে চারজন পেলেন জেলা প্রশাসক রাজস্ব পদক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২৩:০০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী ‘জেলা প্রশাসক রাজস্ব পদক ২০১৯’ পেয়েছেন।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ রাজস্ব সভায় পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে পদক প্রদান করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো দিলীপ কুমার দাস, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার নেছার আহমেদ মিন্টু, সার্ভেয়ার ওমর ফারুক ও মির্জাপুর পৌর ভূমি অফিসের অফিস সহায়ক খন্দকার মাসুদ রানা।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মদ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, কানুনগো দিলীপ কুমার দাস রাজস্ব প্রশাসনে কৃতিত্বপূর্ণ বিশেষ অবদানের জন্য, নাজির কাম ক্যাশিয়ার নেছার আহমেদ মিন্টু শ্রেষ্ঠ সাচিবিক সহায়তাকারী, সার্ভেয়ার ওমর ফারুক অন্যতম শ্রেষ্ঠ সার্ভেয়ার ও পৌর ভূমি অফিসের অফিস সহায়ক খন্দকার মাসুদ রানা অন্যতম শ্রেষ্ঠ দাপ্তরিক সহায়তাকারী হিসেবে এই পদক পেয়েছেন।

মির্জাপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো দিলীপ কুমার দাস ও নাজির কাম ক্যাশিয়ার নেছার আহমেদ মিন্টু জানান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক স্যারের নির্দেশনায় কাজ করে জেলা প্রশাসকের শ্রেষ্ঠ পদক পেয়েছি। তাই স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পদক প্রাপ্তির ফলে কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল বলে তারা উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা