শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ২১:১৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিক মিয়া নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রফিক মিয়া মইনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাশিক্ষক। তিনি গত রবিবার (৭ জুলাই) মাদ্রাসায় নতুন শিক্ষক হিসেবে যোগদান করেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে।

মাদ্রাসাশিক্ষক রফিক মিয়া যোগদানের পর থেকে প্রতিদিন সকালে মক্তবে শিশুদের পড়াতেন। সকালে শিশুটি প্রথম দিন ওই মক্তবে পড়তে যায়। পড়া শেষে অন্য শিশুদের ছুটি দিয়ে ওই শিশুটিসহ ৩/৪জনকে মাদ্রাসা পরিষ্কারের নামে তাদের আটকে রাখে। ওই শিশুটিকে তার কাছে রেখে বাকিদের ময়লা পরিষ্কারের কাজে লাগায় শিক্ষক। এই ফাঁকে তাকে পড়ানোর ছলে তার কোলে বসিয়ে ওই শিক্ষক শিশুর গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিতে চাইলে শিক্ষক তাকে ছেড়ে দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। তখন বাড়ির লোকজন গিয়ে ওই শিক্ষককে আটক করে। এই ঘটনায় ওই দিন সকালে গ্রামের লোকজন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে এক পর্যায়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। উপস্থিত লোকজন তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কসবা থানা পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, আসামি রফিক মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় শিশুটির মামা ফারুক মিয়া মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা