টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ২৩:৫৩

কক্সবাজারের টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ তিন নারী-শিশুকে আটক করেছে বিজিবি।

রবিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার লাইলা বেগম, পশ্চিম লেদা এলাকার ফরিদা বেগম, তারই শিশু কন্যা রুমা আক্তার।

এসময় অধিনায়ক বলেন, ‘সকাল ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের স্পেশাল বাস হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছলে তল্লাশি চালানো হয়। এসময় দুই প্রাপ্তবয়স্ক নারী ও এক শিশুকে তল্লাশি চালিয়ে শরীরে ফিটিং অবস্থায় লুকানো ১২ হাজার ইয়াবা বড়িসহ তাদের আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা বলে জানান।’

তিনি আরও বলেন, ‘টেকনাফে এখনো ইয়াবা পাচার বন্ধ হয়নি। কিছু কিছু ইয়াবা ব্যবসায়ী আড়ালে থেকে ইয়াবা পাচারে নারী ও শিশুদের ব্যবহার করে আসছে। মাদক ইয়াবা প্রতিরোধে বিজিবি যুদ্ধ ঘোষণা করেছে, সে হিসেবে সীমান্তে বিজিবি সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছে।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :