সাভারে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, আসামি ৮০০

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১২:৫১| আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:৫৫
অ- অ+

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গণপিটুনিতে এক নারী নিহতের ঘটনায় প্রায় ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রবিবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ছেলেধরা সন্দেহে অতর্কিতভাবে উৎসুক জনতাসহ অনেকে অজ্ঞাত ওই নারীকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭-৮’শ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জড়িত রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/আইআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা