চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ২৩:৪০
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি (২৮) কে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা।

আটক রফিকুল ইসলাম ববি দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু ফুলতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল শুক্রবার বিকালে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ববি নামে এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা। পরে বিজিবির মুন্সিপুর বিওপির নায়েক জুলহাস আলী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দামুড়হুদা থানাতে মামলাসহ তাকে সোর্পদ করেন।

এ ব্যাপারে দামুড়হুদা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকালে ছাত্রলীগ নেতা ববিকে আদালতে সোর্পদ করা হবে।

ঢাকাটাইমস/২৩আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ির ক্ষেত থেকে লাশ উদ্ধার যুবদল নেতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা