‘বঙ্গবন্ধুর হাতে ধরেই বাঙালির স্বাধীনতার স্বপ্নপূরণ হয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৯, ০৯:২৭

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি সত্ত্বার শ্রেষ্ঠ প্রতিনিধি। বাংলা ও বাঙালির মুক্তির প্রশ্নে বঙ্গবন্ধু নিজেকে এমনভাবে একাত্ম বা উৎসর্গ করেছিলেন, যেমনটি পূর্বে আর কারও ক্ষেত্রে দেখা যায়নি।’

মঙ্গলবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার ২০১৯’ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর বাঙালি সত্ত্বা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ-উস-সালেহীন।

হারুন-অর-রশিদ বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশ বাঙালির স্বতন্ত্র জাতিসত্ত্বার সর্বোচ্চ রাজনৈতিক রূপ। বঙ্গবন্ধু স্বাধীন বাঙালি জাতির জনক ও বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। কিন্তু তার এ অমর কীর্তি ও সৃষ্টির জন্য সর্বাগ্রে তাকে হতে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। অন্যভাবে, চিন্তা-চেতনা, গঠনে, মননে, অনুভবে, আন্দোলন-সংগ্রামে ও লক্ষ্যে তিনি হয়েছেন বাঙালি সত্ত্বার দিশারী। তাঁর হাত ধরেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নপূরণ হয়।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘১৯৭১ কেবল ২৪ বছরের আন্দোলনের ফসল নয়। এর শেকড় আরও পেছনে। হাজার বছরের বাঙালি কৃষ্টি-কালচার, ভাষা, সংগ্রাম এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাঙালির স্বাধীনতার জন্য বাঙালির ইতিহাস-ঐতিহ্য, আন্দোলন সংগ্রাম স্বপ্ন, ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য বা ভূ-প্রকৃতি, বাঙালির মানস, ভাষা-সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি, শিল্প, লোকাচার, অন্য কথায় যা-কিছু নিয়ে বাঙালি সত্তা-স্বকীয়তা তার সবকিছু বঙ্গবন্ধুকে মনেপ্রাণে, চিন্তা-চেতনায় ও আন্দোলন-সংগ্রামে দৃঢ়ভাবে ধারণ করতে হয়েছে।’

উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় অর্জন এবং জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে স্বদেশে ফিরে এসে নতুন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছিলেন বটে, কিন্তু বেশিদিন আর তাকে বেঁচে থাকতে দেয়া হয়নি।’

‘মুক্তিযুদ্ধের পরাজিত দেশি-বিদেশি মহল বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এদেরই গভীর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাঙালি নামধারী কিছু জাতিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কুলাঙ্গার ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর জীবন কেড়ে নেয় বটে, তবে যে বাংলার মাটি ও মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন, শেষ পর্যন্ত নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, তারা কৃতজ্ঞতাভরে তাকে যথাযথ মর্যাদায় বুকে ধারণ করে রেখেছে। তাই পাকিস্তানের মাটিতে নয়, বঙ্গবন্ধু তার মাতৃসম জন্মভূমি টুঙ্গিপাড়ার মাটিতেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন, যেটি ছিল বঙ্গবন্ধুর অন্তিম ইচ্ছা। জাতির জনকের মৃত্যু নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব চিরঞ্জীব।’

ঢাকাটাইমস/২৮আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :