যশোরে বোমায় হাত উড়ে গেল র‌্যাব সদস্যের

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৭| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫
অ- অ+

বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে এক র‌্যাব সদস্যের বাম হাত উড়ে গেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় যশোরের অভয়নগর থানায় এ ঘটনা ঘটে।

আহত ওই সদস্য র‌্যাব-৬ এর করপোরাল মো. শহিদুল ইসলাম। তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানা পুলিশ জানায়, যশোরের অভয়নগর থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে। আদালতের অনুমতি নিয়ে রবিবার সকালে অভয়নগর থানার জব্দকৃত সাতটি বোমা নিস্ক্রিয় করতে র‌্যাব-৬ এর ডিএডি মোস্তফা কামালের নেতৃত্বে ছয় সদস্যর একটি দল অভয়নগর থানায় আসেন। সকাল সাড়ে ১০টার দিকে একটি বোমা নিস্ক্রিয় করতে গেলে হঠাৎ তা বিস্ফোরিত হয়। এতে শহিদের বাম হাত উড়ে যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, যশোর সিএমএইচে ওই র‌্যাব সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা