যশোরে দুই লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৬
অ- অ+

যশোর সদর উপজেলার কচুয়া এবং শার্শা উপজেলার হাড়িখালি থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। তার পরিচয় পাওয়া যায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার সকালে হাড়িখালি গ্রামের আমবাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও নাক ও মুখে রক্তের ছাপ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সদর উপজেলার কচুয়া বিলের একটি মাছের ঘেরের পাড় থেকে শাহ আলম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক কচুয়া মধ্যপাড়ার মুতাসিন সরদারের ছেলে।

স্থানীয়রা বলছে, নিহত শাহ আলম দিনমজুরের কাজ করত। রবিবার রাত ১১টার দিকে চোর সন্দেহে মাছের ঘেরের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে।

যশোর কেতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শাহ আলমকে কারা কী কারণে হত্যা করেছে- তা তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা