কলাপাড়ায় জমিজমা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৯

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আব্বাস হাওলাদার (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

শুক্রবার ভোর রাতে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত আব্বাস হাওলাদারের বাড়ি ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে।

এ ঘটনায় আহতরা হচ্ছেন হাসন বানু (৬০), শামীম হাওলাদার (২৫), রফিক খান (৫০), মো. রশিদ (৭০), মোসাম্মৎ শাহবানু (৬০), সেলিনা (৫০), ইয়াসমিন (২২)। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় বেল্লাল গাজী, লাইজু বেগম, শিমুল, রুবেল হাওলাদার, আল-আমিন মল্লিক, রাজু গাজী নামে ছয়জনকে আটক করেছে।

জানা গেছে, বিরোধীয় জমিতে রশিদ খলিফা গং সাত/আট দিন আগে রাতের অন্ধকারে তিনটি ঘর তোলে এবং সেখানে কলাগাছ লাগিয়ে রাতারাতি দখল নেয়। প্রতিপক্ষ মোসলেম আলী খলিফা গং শুক্রবার ভোররাতে সে জায়গা পুনরুদ্ধারে যায়। এনিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুরুতর জখম আব্বাস হাওলাদারকে বরিশাল মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।

প্রতিপক্ষ মোসলেম আলীর ছেলে শামিম খলিফা জানান, আমাদের ভোগদখলীয় জমিতে প্রতিপক্ষরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এক রাতের আধারে তিনটি ঘর তোলে কলাগাছ পুতে ফেলে। এনিয়ে দুইগ্রুপে মারামারি হয়। নিহত ব্যক্তি কীভাবে জখম হয়েছে তা আমাদের জানা নেই। আমাদের জমি দখল তবে, ভাড়াটে সন্ত্রাসী জড়ো করে তাঁদের ওপর পাল্টা হামলা চালানোর অভিযোগ শামীমের।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :