বশেমুরবিপ্রবিতে ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইউজিসি কর্তৃক ফোকলোর ও বাংলা বিভাগকে সমমর্যাদা হিসেবে বিবেচনা করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম, রায়হানুল ইসলাম সৈকত, জেরিন তামান্না, শ্রাবণ হোসেন, সাইফুল ইসলাম রাজু, দ্বীপ কুমার মণ্ডলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ‘বাংলা বিভাগ ও ফোকলোর বিভাগের সিলেবাসকাঠামো সম্পূর্ণ আলাদা, গবেষণার ক্ষেত্রও আলাদা। সুতরাং বিভাগ দুটি কখনই সমমযার্দার হতে পারে না। আমরা ফোকলোর বিভাগের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, বাংলা বিভাগ ও ফোকলোর বিভাগ এক না।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ফোকলোর ও বাংলা বিভাগকে সমমর্যাদা হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে, যা অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিক বলে মনে করছেন বিভাগটির শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে অবিলম্বে বাতিলের দাবি করেন তারা, অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুমকি দেন।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিবিএ পড়াকালেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে ভর্তির সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নজরুল জয়ন্তী

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার বিকল্প নেই : হাবিপ্রবি উপাচার্য

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবনের শেষ একাডেমিক পরীক্ষায় তৃতীয় জবির সেই অবন্তিকা

স্বপ্নিলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলীয়ান’

প্রাথমিক শিক্ষায় বড় অর্জন, ২৯ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :