ক্যাসিনোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:০৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘ক্যাসিনোর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। তবে সংশ্লিষ্টতা খুঁজলে বিএনপি এর দায় এড়াতে পারে না। জড়িতরা আওয়ামী লীগের হলেও অপরাধী হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রবিবার দুপুরে কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ক্যাসিনোর সাথে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের লোকও আছে। তবে গ্রেপ্তারকৃত মহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন বেগম খালেদা জিয়ার ঘনিষ্টজন। মির্জা আব্বাসের হাতে জিকে শামীমের উত্থান। মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির আরো দু’একজন নেতাকে জিকে শামীম মাসোহারা দিতেন। বিএনপি এসব দায় এড়াতে পারে না। তাই যারা ক্যাসিনোর সাথে আওয়ামী লীগকে জড়াতে চান তারা আসলে দেওলিয়া হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার আর কিছু খুঁজে পাচ্ছেন না।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হোক তা বিএনপির নেতারাই চান না। গত চার মাস ধরে তার আইনজীবী মুভ করেন না। বিএনপি আসলে তাকে কারাগারে রেখে মুক্তির জন্য আন্দোলনের নাটক করে একটা অপরাজনীতি করার চেষ্টা করছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :