আলিয়া-রণবীরের বিয়ের অপেক্ষায় কারিনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ১১:২৭
অ- অ+

বলিউডের আলোচিত লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়ে ভাটের প্রেমকাহিনি প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রির অন্দরে ঘুরে বেড়িয়েছে নানা প্রশ্ন। তাদের প্রেমের স্থায়িত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই এমন গুজবও ছড়িয়েছে যে, বিচ্ছেদ হয়ে গেছে আলিয়া-রণবীরের।

তবে সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছেন তারা। একসঙ্গে সময় কাটাচ্ছেন, জন্মদিন উদযাপন করছেন, আবার যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে থাকছেন। কিছুদিন আগে তারা শেষ করেছেন অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং। এ ছবিতে প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে।

আপাতত মুক্তি প্রতিক্ষীত ছবির প্রমোশনে আলিয়া-রণবীর ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ২০২০ সালে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। শোনা যাচ্ছে, আগামী বছর চারহাত এক হতে পারে তাদের। রণবীরের জন্মদিনে তার মা নীতু কাপুরের টুইট দেখে অনেকে মনে করেছিলেন, চুপিসারে এনগেজমেন্ট হয়ে গেছে আলিয়া-রণবীরের।

দুই তারকার বিয়ে নিয়ে এবার মুখ খুললেন রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর। ছোট ভাইয়ের বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আলিয়া রণবীরের বউ হলে আমার থেকে খুশি আর কেউ হবে না। সবার মত আমিও অপেক্ষা করছি ওদের বিয়ের জন্য। আলিয়ার মতো মিষ্টি মেয়ে হয় না।’

অন্যদিকে এটাও শোনা যাচ্ছে, বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলেছেন তারা। যেহেতু ডেস্টিনেশন ওয়েডিং তাদের পছন্দ তাই আপাতত পছন্দের জায়গা খুঁজতেই ব্যস্ত রণবীর-আলিয়া।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা