ক্যারিবীয় নারী দলের অন্তর্বর্তীকালীন কোচ লোগি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:০৪

ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা গাস লোগি। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য লোগি ক্যারিবীয় দলটিকে প্রস্তুত করে তুলবেন।

নারী দলটিতে হেন্ডারসন স্প্রিঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান লোগি। এ সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পরিচালক জিমি এ্যাডামস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে লোগির একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে। গত দুই বছর যাবত তিনি নারী দলের সাথে বিভিন্নভাবে কাজ করেছেন। যে কারনে খেলোয়াড়দের সম্পর্কেও তার ধারণা আছে। ভারতীয় নারী দলের বিপক্ষে ও আগামী বছর টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তার প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। গত দুই বছর যাবত নারী ক্রিকেটে হেন্ডারসনের অবদানও কম নয়।’

এদিকে কোচের পাশাপাশি অন্তবর্তীকালীন ম্যানেজারের পদটিতে নিয়োগ পেয়েছেন এভরিল বেটি লুইস। এ্যানি ব্রাউন-জনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এ্যানিকে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :