বোয়ালমারীতে পোড়ানো হলো দুই হাজার মিটার জাল

ফরিদপুরের বোয়ালমারীতে মধুমতি নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার মধ্যরাতে মধুমতি নদীর গোহালবাড়ী-চন্ডিবিলা অংশে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

মন্তব্য করুন