কাউন্সিলর রাজীব আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ২৩:২০| আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০০:১২
অ- অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে। ক্যাসিনোকাণ্ডে তিনি জড়িত বলে অভিযোগ আছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার ৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাত সাড়ে দশটার দিকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র‌্যাবের একাধিক দল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার- বিন কাশেম ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে থাকার র‌্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে ঢাকাটাইমসকে বলেন, 'আমরা এখনও জানি না বাসাটা কার।

মতিঝিলের ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার হন কৃষকলীগের নেতা শফিকুল আলম ফিরোজকে। দুদিন পর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয় ঠিকাদার জিকে শামীমকে। তিনিও যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। পরে গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা