টাকার জন্য ওরা খেলা বন্ধ করে দেবে?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৭:১৭ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৪৪

হঠাৎ করেই ধর্মঘটে নেমে পড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল মিরপুরে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো তুলে ধরে। কিন্তু এখনো তারা বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে দাবিগুলো উপস্থাপন করেনি।

মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের ধর্মঘটের বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘আমি যখন আসি তখন ওদের স্যালারি ছিল দেড় লক্ষ টাকা। আমি বাড়িয়ে করলাম চার লাখ টাকা। কোনো খেলোয়াড় বলতে পারবে যে, ওরা বলেছে কিন্তু পায়নি। ওদের ১৫ জনকে আমরা ২৪ কোটি টাকা বোনাস দিয়েছি। চিন্তা করতে পারেন? কী পরিমাণ সুযোগ সুবিধা বাড়াচ্ছি। টাকার জন্য ওরা খেলা বন্ধ করে দিবে?’

তিনি আরো বলেন, ‘ওরা কোয়াব নিয়ে কথা বলেছে। কোয়াব নিয়ে বিসিবির কিছু করার নেই। আগে আমরা এদেরকে রিকোগনাইজ করি নাই। পরে অনুমোদন দিলাম। তারপরও দেখব কী করা যায়? প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলেছে। আগে তো বেশিরভাগ ক্লাব টাকা দিত না। আমরা বিপিএল, ডিপিএলে সমস্ত পাওনা দেয়ার ব্যবস্থা করেছি। কিছু বাকি ছিল বিসিবি তা দিয়ে দিয়েছে। বিপিএল নিয়ে ওরা দাবি তুলেছে। আমি আগেই বলেছি, এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে। পরেরবার থেকে আবার আগেরবারের মতো হবে। এটা তো বলাই আছে। এটা নিয়ে কেন কথা বলতে হবে? এ তো ঠিক করাই আছে?’

চুক্তিভিত্তিক প্লেয়ারদের সংখ্যা বাড়ানোর কথা রয়েছে খেলোয়াড়দের ১১ দফা দাবিতে। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমার জানা মতে, আমাদের চুক্তিভিত্তিক খেলোয়াড় বিশ্বের বেশিরভাগ দেশের চেয়ে বেশি। কজনকে টাকা দিব? ২০০-৩০০ খেলোয়াড়কে টাকা দিব? না খেললেও টাকা দিব? আম্পায়ারদের বেতন বাড়িয়েছি, গ্রাউন্ডসম্যানদের বেতনও বাড়িয়েছি। আমরা যা করছি তা দাবি হিসাবে আসে কীভাবে বুঝতে পারছি না। বাইরে খেলতে গেলে ফ্যাসিলিজ বাড়ানোর কথা বলেছে ওরা। চিটাগং, সিলেটে জিমনেসিয়াম করলাম। মাঠ তৈরি করতেছি। আগে যখন ছিল না তখন তো ওরা কথা বলেনি।’

ফার্স্ট ক্লাস ম্যাচ ফি নিয়ে পাপন বলেন, ‘ফার্স্ট ক্লাসে আগে ২৫ হাজার টাকা বেতন ছিল। আমরা ৩০ হাজার করেছি, ৪০ হাজার করেছি। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই করছি না। ওরা ভালো ট্রিটমেন্টের কথা বলেছে। আর কেমন ট্রিটমেন্ট চায় ওরা। প্রধামন্ত্রী নিজে খেলোয়াড়ের মেয়ের সঙ্গে খেলা করেন, হেঁটে বেড়ান। আর কেমন চায়?’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :