না.গঞ্জে ভবন ধস: নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৫৯

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন ধসের ঘটনায় নিখোঁজ ১২ বছর বয়সী শিশু ওয়াজিদকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হচ্ছে।

সোমবার সকাল থেকে শিশুটিকে উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। একইসঙ্গে উদ্ধার কাজে আনা হয়েছে আধুনিক সরঞ্জাম। ভবন ধসের ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রবিবার বিকাল সোয়া চারটায় বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার বাবুরাইল খালের পাশে অবস্থিত এইচএম ম্যানশন নামে ওই ভবনটি ধসে পড়ে।

এতে ঘটনাস্থলেই ভবনের নিচে চাপা পড়ে সোহেল (১২) নামে হাজী উজির আলী স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়। আহত হয় অন্তত ছয়জন। নিখোঁজ থাকেন শিশু ওয়াজিদ। এরপর তার খোঁজে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। গতকাল অনেক রাত পর্যন্ত অভিযান চালালেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। রাতের বিরতির পর সোমবার সকাল থেকে ফের উদ্ধারে অংশ নেয় ফায়ার সার্ভিস কর্মীরা। শেখ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

ঢাকাটাইমস/৪অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :