বাংলামোটর-মগবাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:১৬
অ- অ+

রাজধানীর বাংলামোটর ও মগবাজারে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ করা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক দখলের দায়ে দুইজনকে জরিমানা করা হয়।

বুধবার বাংলামোটর থেকে মগবাজার ডাক্তার গলি এবং মগবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

অভিযানে টং দোকান, অস্থায়ী সেমিপাকা, কাঁচা স্থাপনা, ছাউনিসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা করায় দুই গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার উপস্থিত ছিলেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা