কম হলেও নারীকর্মী ফেরত গ্রহণযোগ্য নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৫৯
অ- অ+

সংখ্যায় কম হলেও বিদেশ থেকে নারীকর্মী ফেরত আসা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, বিদেশে বাংলাদেশের একটা মেয়েও যেন নির্যাতিত না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিএমইটির আওতায় টিটিসিগুলোতে হাউজকিপিং প্রশিক্ষণ আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় এ কথা বলেন মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, ‘গত কয়েক দিন ধরে সৌদিতে নারীকর্মী ইস্যুতে প্রচুর সমালোচনা হচ্ছে। আর এই সমস্যা আমাদের ওপর বর্তায়। এখানে আমাদের দোষ নেই সেটা বলা যাবে না। তবে এই সমস্যা সমাধান হবে না, এটাও বলা ঠিক হবে না।’

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পুনরায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ খোলার আশা করা হচ্ছে। এই বৈঠকে দেশটিতে নারীকর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করবে মন্ত্রণালয়।

এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে আলোচনার পর নারীকর্মী পাঠানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের মধ্যেই বিদেশে থাকা বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স ২০ বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব হবে জানান মন্ত্রী। বলেন, ‘সৌদি থেকে নারীকর্মী ফেরত আসার ঘটনায় অনেক কথা শুনতে হচ্ছে, যেটাতে মন খুব খারাপ হচ্ছে। আমার কথা শুনতে হচ্ছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের মা-বোনেরা যেন আর নির্যাতনের শিকার না হন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।’

বিএমইটির আওতায় টিটিসিগুলোতে হাউজকিপিং প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে ১ মাস করার সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়। প্রয়োজন হলে এটা আরও বাড়িয়ে নেওয়া হবে জানিয়ে ইমরান আহমদ বলেন, ‘সৌদি কমপ্লেইন করে, আমরা আনট্রেইন্ড লোক পাঠাই। আমাদের এই বদনাম থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য ট্রেনিং পর্যায় প্রয়োজন হলে এক মাসের বেশি বাড়িয়ে দেওয়া হবে। যেন তারা সেখানে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে।’

প্রশিক্ষণ নিয়ে অবহেলা না করার জন্য টিটিসিগুলোকে সতর্ক করেন বৈতেশিক কর্মসংস্থানমন্ত্রী। তিনি বলেন, ‘যে টিটিসি কম প্রশিক্ষণ বা সনদ বেচাকেনা করে নারীকর্মীদের বাইরে পাঠাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের সাসপেন্ড করা হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় সচিব মো. সেলিম রেজা বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বৈঠকে নারীকর্মীদের বিষয়ে কথা হবে। মন্ত্রণালয় রিক্রুটিং এজেন্সি, টিটিসি এবং দূতাবাসের সঙ্গে সমন্বয় করে সব কার্যক্রম মনিটরিং করবে।’

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এনআই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা