কানাডিয়ান ইউনিভার্সিটির সঙ্গে ওয়াদওয়ানির সমঝোতা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৫১
অ- অ+

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ও ওয়াদওয়ানি ফাউন্ডেশন-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সম্প্রতি ইউনিভার্সিটির অডিটরিয়ামে স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম এবং ওয়াদওয়ানি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সুনিল ধাইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ওয়াদওয়ানি ফাউন্ডেশনের সাথে যৌথভাবে উদ্যোক্তা এবং চাকরিপ্রার্থীদের জন্য বৈশ্বিক ডিজিটাল লার্নিং প্লাটফর্মের আয়োজন করবে বলে সম্মত হয়।

এসময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর এস. এম. আরিফুজ্জামান, অ্যাসিসটেন্ট প্রফেসর মোস্তাকিম আল ইসলাম, সিনিয়র লেকচারার সাকিব হাসান সিদ্দিকী এবং লেকচারার তাহসিন বিনতে আনিস উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা