ডিইপিজেডের শাসা ডেনিম কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪৬
অ- অ+

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শাসা ডেনিম নামে একটি তৈরি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

এর আগে বিকাল সাড়ে চারটার দিকে নতুন ইপিজেডের শাসা ডেনিম কারখানার গুদাম ঘরে আগুনের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ইপিজেডের নতুন জোনের উত্তর সীমান্তে বিদেশি মালিকানাধীন ওই তৈরি পোশাক কারখানার গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটি একতলা বিশিষ্ট শেড হওয়ায় আগুনের সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিরাপদে বেরিয়ে যান।

তিনি আরো বলেন, বিকাল সোয়া ৫টায় প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পরে সাভারের ২টি ও ধামরাইয়ের ১টি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইপিজেডের মূল ফটক দিয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় স্থানীয় একটি মাদ্রাসার ছাদ থেকে ছবি সংগ্রহ করতে হয় সংবাদকর্মীদের।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা