‘সৃজিত-মিথিলার বিয়ে মানবতার মিলন’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১০:১০
অ- অ+

সব বিতর্ককে ছু মন্তরে উড়িয়ে দিয়ে গত শুক্রবার চার হাত এক হয়েছে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার। সেই সঙ্গে মিল হয়েছে মনুষ্যত্বের।

দুই বাংলার দুই তারকার বিয়েটাকে এভাবেই দেখছেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেয়া বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার মতে, ‘সৃজিত-মিথিলার বিয়ে শুধু দুই বাংলার ও হিন্দু-মুসলমানের মিলন নয়, বরং সবরকম ধর্মান্ধতার উর্দ্ধে উঠে মানবতার মিলন।’

সৃজিত-মিথিলার বিয়ে সম্পর্কে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসব কথা বলেন তসলিমা নাসরিন।

গত শুক্রবার সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে রেজিস্ট্রি বিয়ে সেরেই নব দম্পতি হানিমুন করতে উড়ে গেছেন গ্রিসে। তার আগে জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশনও করেছেন মিথিলা। ওখানকার কাজকর্ম মিটিয়ে তার গ্রিসে যান মি. অ্যান্ড মিসেস. মুখার্জি।

রবিবার জেনেভায় পৌঁছে তুষারাবৃত পর্বতমালার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সৃজিত। সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম মিটলে তাদের দুজনের একটি ছবিও পরিচালক শেয়ার করেন। ক্যাপশনে মিথিলাকে ‘সিমরান’ বলে উল্লেখ করেন।

এর পরই ইন্টারনেটে হাসির রোল পড়ে যায়। স্বয়ং পরিচালকও যে শাহরুখ খানের ভক্ত তা বেশ টের পাওয়া যাচ্ছে। তাই তো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র পর এত বছর পেরিয়ে গেলেও অমরেশ পুরির সেই সংলাপ এখনও প্রাসঙ্গিক।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা