বাইক পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ আসামি শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১০
অ- অ+
বুধবার হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা

রাজধানীর হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শাহবাগ থানার পুলিশ বাদী মামলা দুটি করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘গতকাল রাতে দুটি মামলা করা হয়েছে। তার মধ্যে একটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী আহমেদসহ ৭০ জনকে নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

গতকাল বিকালে হাইকোর্টের মাজারগেট থেকে মৎস্য ভবন পর্যন্ত তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকাল পাঁচটার দিকে হঠাৎ করেই তারা হাইকোর্টের মাজার গেট এলাকার প্রধান সড়কে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে আগুন দেয় বলে খবর পান। এর কিছু সময় পরই একই সড়কে মাজার গেট থেকে মৎস্য ভবন পর্যন্ত পরপর আরো দু'টি মোটর সাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে বলেও জানান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা