পশ্চিমবঙ্গে এনআরসি হবেই: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩০

পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে রাজ্যসভায় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশেই হবে এনআরসি। স্বাধীনতার পর থেকে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে আসা সব হিন্দুই বিনা প্রশ্নে নাগরিকত্ব পাবেন।

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জবাবি ভাষণ দেন অমিত শাহ। তারপর সব সাংসদদের প্রশ্ন করতে ১ মিনিট সময় দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তখনই রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত প্রশ্ন করেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসি হবে না বলে দাবি করেছেন। উনি কি আটকাতে পারেন? অমিত শাহের জবাব, আপনি স্বপন দা অত্যন্ত বিনয়ী। নাম না নিয়ে ভদ্রতা দেখাচ্ছেন। খুলে বলতে পারছেন না। তবে আমি স্পষ্ট করে দিই, পশ্চিমবঙ্গসহ গোটা দেশেই হবে এনআরসি।

২০২১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। নাগরিকত্ব বিলকে সামনে রেখে সব হিন্দু ভোট ঝুলিতে পুরতে চাইছে তারা।

এনআরসি নিয়ে রাজ্যের মানুষের একাংশের মনে আতঙ্ক রয়েছে। সেই সুযোগ নিয়ে তিন বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। বাংলায় এনআরসি করতে দেবেন না বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে চড়া স্বরে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

ঢাকা টাইমস/১২ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :