অরুণ কুমারের লেখালেখির ২০ বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩

ঢাকার একটি কনভেনশন সেন্টারে গোয়েন্দা সাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের লেখালেখির কুড়ি বছর উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম, সাহিত্যিক খালেক বিন জয়েন উদ্দিন, উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ছড়াকার আলম তালুকদার, কবি ও গীতিকার ড. মারুফুল ইসলাম প্রমুখ।

অরুন কুমারের প্রথম বই ‘নেমেসিস’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে, যদিও তার প্রথম লেখা ছাপা হয় নটরডেম কলেজের মাসিক প্রকাশনা ঢাকঢোল-এ। ইতোমধ্যে তার একশ’র বেশি বই প্রকাশিত হয়েছে, যার সিংহভাগ ডিটেকটিভ ও অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস।

শার্লক হোমস বা ওপার বাংলার ফেলুদার মতোই ‘অলোকেশ রয়’ নামে একটি পাঠকপ্রিয় গোয়েন্দাচরিত্র বিনির্মাণে তিনি বদ্ধপরিকর। গুবলু তার আরেকটি গোয়েন্দা চরিত্র, যা কিনা ইতোমধ্যে শিশু ও কিশোরদের হৃদয়ে স্থান করে নিয়েছে। জলপিপি, স্পাই, অনল মিত্রের অপমৃত্যু, আলিম বেগের খুলি, অথই আঁধার, ওরা ডিটেকটিভ তার উল্লেখযোগ্য গোয়েন্দা উপন্যাস।

ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :