আদর দিলেই বেলুনের মতো ফুলে ওঠে এই মাছ!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ১২:৪৫| আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১২:৫৪
অ- অ+

একটি জ্যান্ত মাছ ধরলেন। এরপর স্বাভাবিক থাকা মাছটিকে মাথায়-শরীরে হাত বুলিয়ে আদর দিতেই সেটি বেলুনের মতো ফুলে উঠল। অবাক শোনালেও এমন ঘটনা ঘটে পাফ ফিস বা বেলুন ফিস।

সম্প্রতি এই মাছের এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাছটিকে এক ব্যক্তি হাতে ধরে রয়েছেন। আর তার মাথায় বুড়ো আঙুল দিয়ে ‘আদর’ করছেন। আর তাতেই একটু একটু করে ফুলে উঠছে মাছটি। প্রথমে দেখে বোঝা যাবে না, ধীরে ধীরে মাছটি বেলুনের মতো ফুলে উঠতে থাকে। একটু পরই সেটি একটি ছোটখাটো ফুটবলের আকার নিয়ে নেয়।

এগুলো জীবজগতে টেট্রাওডনটিডে পরিবারের অন্তর্গত। সাধারণত অগভীর সমুদ্রে বসবাসকারী এই পরিবারের মধ্যে ২০০ রকমের এমন মাছ রয়েছে, যেগুলো চাইলে এমন বেলুনের মতো ফুলে উঠতে পারে। এদের পাফ ফিশ, পাফার, বেলুন ফিস, ব্লো ফিশ, বাবল ফিশ, গ্লোব ফিশসহ নানান নামে ডাকা হয়। প্রকৃতপক্ষে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এমন উপায় অবলম্বন করে এই মাছ।

ঢাকা টাইমস/১১জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি
শেখ হাসিনার সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু
পিএসএলে জোড়া সেঞ্চুরির রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা