রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৩২
অ- অ+

রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় আহত আব্দুল কাদেরের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল কাদেরে ভাই জোবায়ের আলী জানান, সোমবার রাত ১২ টার সময়ে আসাদগেট এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন তার আব্দুল কাদের। সেখানে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের লালকুঠি এলাকায় থাকতেন।

নিহত আব্দুল কাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় রওশন আলীর ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, নিহতের লাশ জানান ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা