কমলাপুরে হোটেল থেকে একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৩৪| আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৩৫
অ- অ+
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

রাজধানীর কমলাপুরের ইন্টারন্যাশনাল পেন্টাগন হোটেল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সৈয়দ আলী।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

মৃত সৈয়দ আলীর বাড়ি নরসিংদীর শিবপুরের সালতাকান্দি এলাকায়। তার বাবার নাম লাল মিয়া।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল জানান, ডাক্তার দেখানোর জন্য গত সোমবার মামাতো ভাই মতিউর রহমানকে সঙ্গে নিয়ে কমলাপুরের পেন্টাগন হোটেলের ২০১ নম্বর কক্ষে ওঠেন সৈয়দ আলী।

বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সৈয়দ আলীকে ডাকতে থাকেন মামাতো ভাই মতিউর। কোনো সাড়া না পেয়ে তিনি হোটেল ম্যানেজারকে বিষয়টি অবহিত করেন। পরে হোটেল ম্যানেজার গিয়ে সৈয়দ আলীকে নিথর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষণা করেন। কী জন্য তার মৃত হয়েছে তা জানা যায়নি।

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা