কুমিল্লায় অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করতে দুদকের অভিযান

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর ও রাজাপুরে আবাসিক এলাকায় অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারকারীদের রাইজার খুলে নেয়া হয় এবং জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা যৌথভাবে ছিলেন দুদক, কুমিল্লা জেলা প্রশাসন ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড। বুধবার এই অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও দুদকের সহকারী পরিচালক রাফী নাজমুস সাদাত বলেন, অনুমতি ছাড়া আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাসের রাইজার দিয়ে গ্যাস ব্যবহার করছিল এমন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারকারীদের রাইজার খুলে নেয় ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন- বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম রবিউল হক ও হেলাল উদ্দিন।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন