স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী রিপনের দিনব্যাপী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক , ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪৫
অ- অ+

সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় গণসংযোগ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৬নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী রাহাদুল ইসলাম রিপন। তার নির্বাচনী প্রতীক ‘রেডিও’।

প্রচারণা শুরুর দিন থেকে তিনি এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, রিপন এই ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী প্রার্থী। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মাহাফুজুর রহমানকে।

দিনব্যাপী মিরপুর সেকশন-৬, ব্লক-সি, ব্লক-ডি, ৬ নম্বর বাজার মসজিদ রোড, ব্লক-ট, চলন্তিকা মোড়, মিল্কভিটা মোড়, মিরপুর-৭ নম্বর সেকশনের বিভিন্ন সড়কে গণসংযোগ করি। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশলবিনিময় ও লিফলেট বিতরণ করে রেডিও প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় রিপনের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

নির্বাচনী প্রচারের সময় রিপন বেশ কয়েকটি পথসভায়ও অংশগ্রহণ করেন।

এ সময় রাহাদুল ইসলাম রিপন বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে ,তাহলে নির্বাচিত মেয়রের সহযোগিতায় ওয়ার্ডকে ভিন্ন আঙ্গিকে এবং সামাজিক বন্ধনের সর্বোচ্চ উদাহরণ তৈরি করব। গড়ে তুলতে চাই সবুজ আবাসস্থল ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা