চালকদের কাছে মনোকষ্টের কথা বললেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:১৬
ফাইল ছবি

সড়কে মৃত্যুর মিছিল দেখে মনে কষ্ট পান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য চালকদের প্রতি সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মটর চালক লীগের দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বানা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘গাড়িচালক যারা তাদের কাছে আমি মনের কষ্টের কথা বলছি। প্রতিদিন আমি এখন দুঃখ নিয়ে ঘর থেকে বের হই। পত্রিকার পাতায় দুর্ঘটনার খবর দেখে বের হই। একটি পরিবারের সবাই একসাথে চিরজীবনের জন্য প্রাণের প্রদীপ নিভে যায়, কত পরিবারে পঙ্গু হয়ে যাচ্ছে, সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী লাশ হয়ে যাচ্ছে। বাবা-মা মারা যাচ্ছে, এসব খবর আমাকে খুব কষ্ট দেয়।’

সড়কমন্ত্রী বলেন, ‘সড়ক মন্ত্রী হিসেবে দুর্ঘটনার দায় আমি এড়াতে পারি না। গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া হবেন না। বেপরোয়া হলে দুর্ঘটনা অনিবার্য। একটি গাড়ি দুর্ঘটনা হলে চালক বাঁচবে এর কোনো নিশ্চয়তা আছে? গরিব মানুষেরাই বেশি গাড়ি চালায়, নিজের জীবনের কথা, পরিবারে কথা এবং আপনার গাড়ির যাত্রী, সবার কথা ভাবতে হবে। আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন।’

চালকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘একহাতে কানে মোবাইল ফোন লাগিয়ে আরেক হাতে স্টিয়ারিং থাকলে দুর্ঘটনা অনিবার্য। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না। গাড়ি চালানোর সময় কোনো মাদক গ্রহণ করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় মাদক গ্রহণ করে স্টিয়ারিংয়ে ধরেন, ফলে দুর্ঘটনা হয়।’

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

১৫৭ উপজেলায় দুই লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

উপজেলা নির্বাচন: মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, কার কী দায়িত্ব

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

এসএমসি প্লাস ও রিচার্জের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

সমন্বয় সভায় কর্মকর্তাদের বিশেষ দিক-নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের চেয়েও দ্বিতীয় ধাপে ভোট সুষ্ঠু হবে

‘স্বাস্থ্যসেবায় দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত’

মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :