সাংবাদিক সুমনের ওপর হামলা: গ্রেপ্তার ইসমাইল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৭ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪

ঢাকা উত্তর সিটি নির্বাচনের দিন অনলাইন নিউজ পোর্টাল ‘আগামী নিউজ ডটকমে’র প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ইসমাইল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন এ আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের ঢাকা উত্তরের কয়েকটি নির্বাচনী কেন্দ্রের সংবাদ সংগ্রহ করা কালে সকাল ১১টার দিকে সাংবাদিক সুমন খবর পান, ৩৪ নং ওয়ার্ড রায়ের বাজারস্থ জাফরাবাদ সাদেকখান রোড এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের (টিফিন ক্যারিয়ার মার্কা) অনুসারীরা সহিংসতা চালাচ্ছে। পরে তিনি সেখানে যান। বেলা ১২ টার সময় ভিকটিম সেখানে পৌঁছান। শেখ মোহাম্মদ হোসেন খোকনের অনুসারীরা একটি বড় সশস্ত্র মিছিল নিয়ে জাফরাবাদের দিকে যাওয়ার সময় ভিকটিম তার পেশাগত দায়িত্ব পালনে তা মোবাইলে ভিডিও ধারণ করেন। যার কয়েকটি ভিডিও ভিকটিমের কাছে সংরক্ষিত আছে। ভিডিও ধারণের সময় মিছিল থেকে ১২/১৫ জন সন্ত্রাসী ক্যাডার ভিকটিমের ওপর চড়াও হন এবং তাকে গালি গালাজ করেন। তার হাতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার জন্য উদ্যত হন। আসামিরা সুমনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কিলঘুষি ও হকিস্টিক লাঠি দিয়ে মারে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সুমনের কাছে থাকা মোবাইল ফোন, ক্যামেরা, লেন্স, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অফিসিয়াল আইডিকার্ড, মানিব্যাগসহ নগদ ৪৮০০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেয় এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আসামি ইসমাইল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার সাথে আর কারা কারা জড়িত তা জানার জন্য রিমান্ডের প্রয়োজন।

আসামির পক্ষে অ্যাডভোকেট ফোরকান মিয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, আহত মোস্তাফিজুর রহমান সুমন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩ ফেব্রুয়ারি তিনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :