ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে যুবলীগ নেতা নিহত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬
অ- অ+

পিরোজপুরে ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে সাইফুল ইসলাম জেমী নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুইজন। এ ঘটনায় ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী বাজার এলাকার পিরোজপুর-চরখালী-মঠবড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামের মতিউর রহমান তোতা মাতুব্বরে ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইফুল ইসলামসহ তিনজন মোটরসাইকেলে করে পিরোজপুর শহর থেকে শংকরপাশায় যাচ্ছিলেন। এসময় শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই জেমী নিহত হন। এ ঘটনায় আহত রহিম ও ইলিয়াসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে তার পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন না।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা