মহাত্মা গান্ধী পুরস্কারে ভূষিত সিটি মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২
অ- অ+

বাংলাদেশে ‘সফল মেয়র’ হিসেবে অবদান রাখায় ‘মহাত্মা গান্ধী পুরস্কারে’ ভূষিত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট পুরস্কার কমিটির পক্ষ থেকে নগর ভবনে মেয়রের হাতে পদক তুলে দেয়া হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলমকে মহাত্মা গান্ধী পুরস্কার দেয়া হয়। সিটি মেয়র জাহাঙ্গীর আলমের অনুপুস্থিতিতে ভারতের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের হাত থেকে পদকটি গ্রহণ করেন পশ্চিমবঙ্গের সাংবাদিক কিংশুক চক্রবর্তী।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে সিটি করপোরেশনে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামো বিষয়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দীন ও গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

স্যানিটেশনের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং বাংলাদেশের স্যানিটেশন সেক্টরের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন বুয়েটের সাবেক অধ্যাপক ও গবেষক ড. মুহাম্মদ মুজিবুর রহমান। কর্মশালায় কাউন্সিলর, নগর পরিকল্পনাবিদ, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ সুশীল সমাজের লোকজন অংশ নেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা