মুরাদনগরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মেয়ের ননদকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত রবিবার বিকালে বাঙ্গরা বাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর আলম (৫০) উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম কয়েক বছর আগে ভুক্তভোগী কিশোরীর ফুপুকে বিয়ে করেন। ফুপুকে বিয়ের পর গত বছর ওই কিশোরীর ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর তার মেয়েকে বিয়ে দেন। গত বছরের ৮ নভেম্বর জাহাঙ্গীর তার মেয়ের ননদকে (১৯) ধর্ষণের পর তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। তাই ভয়ে ধর্ষণের বিষয়টি ওই কিশোরী এতোদিন কাউকে বলেনি। গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত জাহাঙ্গীর পালিয়ে যান। এ বিষয়ে পরদিন শনিবার রাতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরী। অভিযোগের পর বাঙ্গরা বাজার থানা পুলিশ ওইদিন রাতেই গোপন সংবাদে খবর পেয়ে জাহাঙ্গীর আলমকে ঢাকার বংশাল থানার ছুরি টোলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম নিজ গ্রামে তিনটি, পার্শ্ববর্তী রগুরামপুর গ্রামে একটি ও জেলার দেবিদ্বার থানার মহেশপুর গ্রামে একটি বিয়ে করেছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। রবিবার বিকালে আদালতের মাধ্যমে কুমিল্লার জেলহাজতে পাঠানো হয়েছে। জাহাঙ্গীরের মেয়ের ননদকে স্বাস্থ্য পরীক্ষা জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা